কমে যাচ্ছে রক্তের জোর
মনের অবস্থা শোচনীয়
কিছুই মনে থাকেনা, কিছুই মনে ধরেনা
যা বলতে চাই, বলতে পারিনা
আমার প্রশ্ন করা নিষেধ
আমাকে দেখেও কেউ দেখেনা
মনে হয় আমি উপেক্ষিত
অপমান সইতে সইতে বোধশক্তি হারিয়ে ফেলছি
আমি অদৃশ্য হয়ে যাচ্ছি
আমি লুকিয়ে থাকতে চাইনা
আর পাঁচ জনের মতো নিজেকে জাহির করতে চাই
অদৃষ্টের পরিহাস, যা ভুলতে চাই, ভুলতে পারিনা
রক্ত মাংসে গড়া একটা জীব আমি
মন বলে পদার্থটা আমার এখনো বেঁচে আছে
এটাও কি অদৃষ্টের পরিহাস