শিল্পী বললেন, তার মনে হয়, বৈজ্ঞানিকের
বাহ্যিক দৃষ্টির অভাব হয়
নীল আকাশে সে দেখতে পায়না, রামধনু
এক শিল্পী পুষ্পের সৌন্দর্য
যেমনতর উপভোগ করতে পারে
বৈজ্ঞানিকও কী করতে পারে ?
সে দেখতে পায় রামধনুতে রঙের বাহার
বৈজ্ঞানিক জানালেন, তার সমবেদনায় অন্তর্ভুক্ত পুষ্পের অন্তর্মন
সে দেখতে পায়, পুষ্পের বিভিন্ন কোষের সৌন্দর্য
বুঝতে চায়, এক কোষের আরেকের সঙ্গে কথা বার্তা
জানতে চায়, কেন সে দেখতে পায়না ফুলের রহস্যময় সৌন্দর্য
যেমন করে দেখতে পায় একটি ভ্রমর
যে কোনো আবিষ্কার, সর্বদাই অসম্পূর্ণ থেকে যায়
আবিষ্কারের সম্পূর্ণতার কথা ভেবে, সম্ভবত
বৈজ্ঞানিকের শিল্পের প্রয়োজন হয়
শিল্পের পূর্ণতার জন্যে কী বৈজ্ঞানিক চিন্তনের প্রয়োজন হয়?