মনে আছে
যেবার মা এসেছিলো
আমার কাছে
সে কি আনন্দ
আমার থেকে বেশি
বন্ধুদের আনন্দ
আসার এক দিনের মধ্যে
আমার মা সব্বাইর মা হয় গেল
ওরা এমন করে মা বলে ডাকতো
মা ও দেখি ওরা ছাড়া যাবেনা কোথাও
মা যেন ওদের জন্যে এসেছে এতো দূরে
কদিন কাছে পাইনি মা কে নিজের মতো করে
কিছুদিনে আরও কাছের হয় গেলো আমার মা
মা এর স্নেহ , পাত্র বিবেচনা করে না
কি অনায়াসে মা হওয়া যায়
আজও দেখতে পাই মা কে বন্ধুদের মধ্যে
যখন ওরা বলে, মনে আছে যেবার মাসিমা এসেছিলেন
কি মজা না হয়েছিল
আজ সতেরো জুন
মা, তুমি আছো আমাদের মধ্যে
কোথাও যাওনি