মাঝারিদের দলে পড়ি আমরা
কিছুই নেই আমাদের দেখানোর মতো
কিছুই নেই আমাদের লুকোবার মতো
অন্যের যোগ্যতা খুঁজে বেড়াই আমরা
নিজের স্বপ্ন বলতে কিছু নেই আমাদের
অন্যের আলোয় অন্ধ হয় যাই আমরা
ভয় পাই যদি কেও কেড়ে নেয় আমাদের যোগ্যতা
যাদের ভালোবাসিনা, তাকিয়ে থাকি তাদের দিকে
ভয় পাই দল ছেড়ে আলাদা হতে
আকাশের দিকে তাকিয়ে থাকি
যদি কিছু কুড়িয়ে পাই
এক দল মানুষ আছেন
যারা চিন্তা-ভাবনা করে থাকেন
সবাই তো স্বপ্নদর্শী হতে পারেন না
তাঁদের স্বপ্ন পূরণ করি আমরা
আমরা মাঝারি
বাই চয়েস
আমাদের মেজরিটি