আমাদের ভাব-ভাবনা অনেকটা জ্যামিতির মতো
অনেক আকারে আবদ্ধ; কখনো সরল রেখা
কখনো ত্রিভুজ, কখনো চৌকোণ
কখনো বৃত্তের মতো
অনেক সময় যেখানে শুরু সেখানে ফিরে আসে
আবার অনেক সময় ভুলে যায় দিগ্-দিগন্ত
মেঘ গোলাকার নয়, নয় পাহাড় কোনাকার
সরল রেখাকৃত কখনোই হয়না বজ্রপাত
কিন্তু নয় কি সবই জ্যামিতির সুন্দর রূপ
জ্যামিতি শেখায়না , শুধু রেখা টানা
শেখায় , রেখা টানার প্রয়োজন
যারা মানুষ ঠকায়
চেনে তারা মানুষের জ্যামিতি
জানে তারা কেন মানুষ সোজা পথে হাঁটেনা