তখন থেকে কঠিন, কঠিন, কঠিন
কবিতার কথা বলে চলেছেন
জানেন কি, জিনিষটা কি
না ভাই, জানিনা, জানলে লিখতাম
বিনা পয়সায় ছাপা, আর তার ওপর
১০% রয়্যালটি কম হয়না
বিটুইন ইউ এন্ড মি
একবার লেখার চেষ্টা করেছিলাম
নাম দিলাম - সাদা অন্ধকার
নামটা শুনেই এক কবি বললেন
বেশ ভালো নাম হয়েছে
আমি জিজ্ঞেস করলাম, নাম দেখে, কি বুঝলেন
বা রে, অন্ধকার রাতে, বিদ্যুতের এক ঝলক
তাৎক্ষনিকের জন্য, অন্ধকার রাত সাদায় পরিণত হলো
এই কিছুক্ষনের সাদা অন্ধকার দেখার বর্ণনা
এই কবিতার বিষয়বস্তু, কিছুটা ভাবতে হবে
বোঝাবার দায়িত্ব একা কবি'র নয়
পাঠক কেও দায়িত্ব নিতে হবে, নয় কি
আমার গন্ডিতে ভাববার লোকেদের খুব অভাব
তাই আর কঠিন লেখা, লেখা হলোনা
আচ্ছা বলুন তো মশাই, কারা পড়ে কঠিন কবিতা
যাদের নিউরাল নেটওয়ার্ক এক্সট্রা স্ট্রং
যারা সহজ জিনিস সহজ ভাষায় বুঝতে চায়না
যারা নাবুঝে বোঝার ভান করতে ভালোবাসে
যারা বলতে লজ্জা পান, বুঝতে পারলাম না
যারা পড়ার থেকে বেশি, বই সাজিয়ে রাখতে ভালোবাসেন
যারা সাদা রঙে সাতটা রং দেখতে পান
যারা .........