আমরা স্টাফড শার্টের দল
কারুর মধ্যে ভূসা কম
আর কারুর মধ্যে বেশি ভরা
বন্ধ দরজা খুলতে আমরা ভয় পাই
জেনে- শুনে ভুল-কাজ করি
জেতবার পর, আমাদের হারার সর্বদা ভয়
শুনি, অনেক সময় কান বন্ধ করে
গম্ভীর সাজতে গিয়ে, হাস্যস্পদ হয় যাই
যত পালাতে চাই, তত ধরা পড়ে যাই
ভয় পাওয়াই, যারা ভয় পায়
দয়া করি, যারা দয়া'র ধার-ধারেনা
শুনি, যারা আমাদের শোনেনা
যার যত অকাজ, তত রত সে
যার যত ভয়, তার তত সঞ্চয়
আমরা স্টাফড শার্টের দল
এক স্টাফড শার্টের ম্যানুফ্যাকচারার
সেদিন বলে গেলো, স্তুফিং বদলানো যায়