আমার এক বই-প্রেমিক বন্ধু, সময়ে-অসময়ে হাতে বই
বই এর জন্য অফুরন্ত সময়, অন্য কাজের নেই কোনো সময়
ট্রাম হোক, বাস হোক, ফুটপাথে বসে বই পড়ার মজা আলাদা
ঘুম কাতুরে আমার বন্ধু, বই পড়ার নেশা ধরেছে
ঘুমোবার আগে বই চাই, ঘুম থেকে উঠে বই চাই
শোচনীয় অবস্থা আমার বন্ধুর, গরম চা ঠান্ডা করে খায়
বই কেনার ব্যাপারে, নীড এর তুলনায় ওয়ান্ট বেশি
আমদানির তুলনায় খরচ বেশি, ২৪ ঘন্টা কম মনে হয়
অনেক কাজ অপ্রয়োজনীয় মনে হয় আমার বন্ধুর
আঁকড়ে রাখতো, যক্ষের ধনের মতো, দিতোনা কারুকে
যদি হারিয়ে যায়, তার সম্পত্তি, কয়েকটা বই
উইদ নোটস অন দ মার্জিন
আর চারটে কাঠের আলমারি, টিক উড এ গড়া
আমার বন্ধুর দুঃখ
এতো কিছু পড়ার পর ও রয়ে গেলো অনেক কিছু
আমার বন্ধু বলতো
সময় থাকতে পড়ে ফেলো ভাই যা কিছু পড়ার আছে
কখন ফুরিয়ে যায় সময়, কেও জানে না
স্বর্গে ঢোকার পূর্বে, আমার বন্ধু
নির্ঘাত জিজ্ঞেস করে থাকবে গেট কীপার কে
এখানে কি এমন কোনো জায়গা আছে
আমাদের ভাষায় যাকে বলা হয় পাঠাগার
আমার ভাই লেখা-পড়া করার বদ অভ্যেস আছে