কে এই অলৌকিক মানুষ
যে দূরে গিয়েও কাছে আসতে চায়
কে এই অলৌকিক মানুষ
যে হয় উঠছে আরও বিভ্রান্তিকর
কে এই অলৌকিক মানুষ
যে হয় উঠছে আশার অধিক আশাতীত
কে এই অলৌকিক মানুষ
দেখেনি কেউ যাকে, দেখেনি যার পদচিহ্ন
“কেও দেখেনি আমাকে
কেও-কেও দাবি করে জানার আমাকে
কেও-কেও মাপতে চায় আমাকে
কেও-কেও পরখ করতে চায় আমাকে
আমি একটি প্রয়োগের মতো
চিন্তা করা যায় আমাকে, সঞ্চালনা করা যায়না
আমি একটি অলৌকিক বাস্তবতা
আমাকে ব্যবহার করতে চায় সবাই
তোমার বিশ্বাস আমার খাদ্য
তোমার কল্পনায় আমার বসবাস
আমি তোমার কাল্পনিক বন্ধু”