ভিটামিন খেয়ে পেট ভরেনা
বেশি রাগে ফল হয়না
স্বাধীন হতে, অনেক সময়, বেরিয়ে পড়তে হয়, গন্ডির বাইরে
মনের কথা অনেক সময় মুখে আনা যায়না
পেটের খেয়াল রাখো, মনের খেয়াল রাখো, মুখের খেয়াল রাখো
শরীর আর কত ধকল সইবে
ভিটামিন খাও, রাগ করো, অভিমান করো, স্বাধীন সাজো
শুধু খেয়াল রাখতে হবে একটা কথার
পেটে যাই থাক, গন্ধ না বাইরে বেরোয়