আমি দেখেছি তোমাকে
গানের কথার শেষে
মেঘ-ছায়ার মাঝে
চাঁদের প্রতিফলনের মাঝে
তোমার উপস্থিতি দেয় সুখ
তোমার সংস্পর্শে দেখেছি ঘন্টা মিনিট হতে
তোমার শুভার্থী দেখতে পায় তোমাকে
থাকতে পারি কি, কয়েক মুহূর্তের জন্য তোমার কাছে
তোমাকে স্পর্শ করতে চাই
স্পর্শ করতে চাই নিজেকে
কয়েক মুহূর্তের জন্য