যারা বেঁচে আছেন একটু বেশি করে
একটু বেশিদিন তারাই বোঝেন
অনিশ্চিত জীবন বেঁচে থাকার মর্ম
দিনের শেষে তারা জানেন না
নতুন সকাল দেখতে পাবেন কি না
নিয়ম মেনে চলেছেন তারা সারা জীবন
চলতে ইচ্ছে করে নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে
দেওয়া নেওয়ার প্রতিশ্রুতির কোনো দাম থাকেনা
কিছু না হারিয়েও মনে হয় সব হারিয়ে ফেলেছেন
আঘাত লাগে, শরীরের থেকে বেশি মনে
মনে হয়, কেন কেও বুঝতে পারেনা
তাদের মনের কথা
ভাবতে ভালো লাগেনা
তাদের কথার কোনো দাম নেই
তাদের উপযোগিতা কেন জড়িত
তাদের বয়সের সঙ্গে
তারা কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন
কেন নির্ধারিত করবেন তাদের অভিভাবকরা
কেন বুঝতে পারেনা অভিভাবকরা
সব কিছু মেনে নিতে তারা রাজি নন
আজীবন বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই তাদের
তাদের শুধু একটি নিবেদন
তাদের তাদেরমতো করে থাকতে দেওয়া হোক
তাতে যদি তাদের যাবার পথ অগ্রসারিত হয়
তারা দুঃখিত হবেন না
তারা যেতে চান তাদের দম্ভ নিয়ে
তারা জানেন দম্ভ যায়না সঙ্গে
যায় একটা খাট আর কিছুটা দড়ি
তাও তারা চান
বেঁচে থাকার দায়িত্ব বহন করতে
তারা চান নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে
বেঁচে থাকার অধিকার