অন্তর্নীল কথার জোআর
আমার ঘুম কেড়ে নিল
সৃজনতার কীট দংশন
আমার স্মৃতির দুয়ার খুলে দিল
কথামালার বন্যা, নিরন্তর স্রোতের মত
প্লাবিত করল, মনের তটভুমিকে
বিলুপ্তপ্রায় স্মৃতির টুকরোগুলো
ভেসে উঠলো চোখে, ছবি হয়ে
সেই সকল ছবির সারি লিপিবদ্ধ করে
আমি গল্প লেখার নেশায়
অনেক অচেনা অদেখা ঠিকানা খুঁজে পেলাম
পুনরায় আরম্ভ হলো আমার
নিজেকে নতুন করে চেনার অভিযান
!doctype