আমার লেখা কেউ পড়েনা
তাও লিখি
কেন লিখি
তুমি তো পড়ো
তাই লিখি
সেদিন একটা আস্ত চাঁদ দেখে
মনে পড়লো তোমার অনেক কথা
মনে হলো তোমাকে জানানো দরকার
যদি ভুলে যাই, তাই লিখি
লেখার উৎপত্তি একই কারণে
যদি ভুলে যাই
আলো আছে, বলেই আছে ছায়া
ছায়ার কথা ভেবে লিখি
পুরো চাঁদ পুরো থাকেনা চিরদিন
ভোর রাতে আলো জেলে তাই লিখি
পুরো চাঁদের কথা