বয়স হচ্ছে
মাঝে-মাঝে মনে হয় আমি স্বাধীন
কখনো আবার মনে হয় আমি পরাধীন
অকারণে আনন্দ পাই অনেক সময়
অনেক সময় মনে হয় কেও নেই আমার
বয়স হচ্ছে
সম্পর্কের গভীরে যেতে ইচ্ছে করে
ইচ্ছে করে অজানাদের মাঝে যেতে
ইচ্ছে করে নিজেকে নতুন সাজে সাজাতে
মুছে যাওয়া ছবি আঁকতে ইচ্ছে করে
বয়স হচ্ছে
উপযোগিতাকে নতুন চোখে দেখতে ইচ্ছে করে
দিগন্তের সঠিক মূল্য জানতে ইচ্ছে করে
সময়ের সীমা অনুভব করতে ইচ্ছে করে
বয়স হচ্ছে
মাঝে মাঝে হয়ে উঠি একগুঁয়ে ও অযৌক্তিক
সারাটা জীবন পরীক্ষা দিয়েছি আর নিয়েছি
আর ভালো লাগেনা, পরীক্ষা নিতে বা দিতে
ভেসে যেতে ইচ্ছে করে ফেলে আসা দিনগুলির দিকে
বয়স হচ্ছে
কাজের অভাব, অভাব নেই অকাজের
তাই লিখি, আর লেখা পড়িয়ে জালাতন করি নিজের মানুষজন কে
তাদের তো বয়েস হয়নি, কেন ভালো লাগবে তাদের বয়সের লেখা
তাও তারা ভালো লাগার ভান করে
বয়স হচ্ছে
নদীর কাছে বসে থাকতে ইচ্ছে করে
শুনতে ইচ্ছে করে, প্রবাহমান শান্ত নদীর কথা
জানতে ইচ্ছে করে, এত বাধা স্বত্ত্বেও কি করে রাখে সে নিজেকে শান্ত
কি করে বয়ে চলে, সময়ের প্রবাহ কাটিয়ে, সমুদ্রের সন্ধানে