(no subject) - radhakishan9@gmail.com - Gmail
মুখে বলে যারা, একাকিত্বের অভিনয় ভালো করে তারা
একাকীত্ব বধির করে দেয় অভ্যন্তরীণ চিত্কার
আকাশনান্দিনি আকাশে হারায়
যখন হারায় বিশ্বাস আর ভালোবাসা
স্থান পায় একাকিত্ব
বিশ্বাস আর ভালবাসার পুনর্বাসন ফিরিয়ে আনে
ঘনিষ্টতা, প্রতিশ্রুতি ও প্রত্যাশা
একাকীত্ব ব্যক্তিগত, যৌথ বটেই
একাকিত্বের ঘর বাঁধা সহজ নয়
নিছক ঘনিষ্ঠতা যথেষ্ট নয়
বিচ্ছিন্নতার অনুভূতি পরাস্ত করায়
একাকীত্ব জন্মায় বিচ্ছেদ এবং মিলনের সমন্বয়ে
অংশগ্রহণের উত্তেজনা এবং এককের আশায়
মুক্ত হতে চাও একাকিত্বের দাবি থেকে
সীমাহীন ভাসমান কুয়াশা হয় যাও
হেরে গেলে, হারিয়ে যেওনা
একাকিত্বের দাপটে
বেরিয়ে পড়ো, মানুষের সাথে মানুষের
বিশ্বাস আর ভালোবাসার ঘর বাঁধতে
!doctype