আর অন্য দিনের মতো, পরের দিনের সকাল এলো
দাদু তো বেশ ভোর ভোর উঠে পড়েন, আজ কি হলো
আজ অপু ফিরে যাবে, দাদু কে ডাকলো
গুড মর্নিং দাদু , মনে পড়ে ক দিন আগে
এইভাবে সকাল-সকাল আমি তোমাকে
ঘুম ভাঙিয়ে জানিয়েছিলাম, আমার আসার কথা
তুমি বলেছিলে,এত সকালে , এই দিকের ভগবানদের
এখনো ঘুম ভাঙেনি
আজ আমি ভোর-ভোর উঠে পড়েছি দাদু
উঠে পড়ো, একসঙ্গে চা খাবো
কি হলো দাদু, আমি জানি তোমার মন খারাপ
কথা দিচ্ছি, আবার আসবো
তিন বছর পরে নয়, শীঘ্রই
দাদু সাড়া দিচ্ছেন না কেন
আমার ভালো ঠেকলো না, ঠাম্মা কে ডাকলাম
দাদু একদম স্থির
ডাক্তার এলো, জানালো, দাদু আমাদের ছেড়ে চলে গেছেন
ভাবতে পারিনি, সকাল এতো নিষ্ঠূর হতে পারে
দাদু চুপচাপ চলে গেলেন, এমন কি ঠাম্মা ও জানতে পারলেন না
প্রায়ই, সময় নাগাল ছেড়ে পালিয়ে গিয়ে, আমাদের অবাক করে দেয়
আর অন্য দিনের মতো, পরের দিন, আরেকটা নতুন সকাল এলো
এত স্বচ্ছ এতো নির্মল ছিলেন দাদু