ভেসে চলেছি
হাওয়ায় হাওয়ায়
একাকী নয়
আছি লেজুড়ের মতো সঙ্গে তোমার
তুমি উদ্দেশ্য, আমি মারফত
নেই কোনো ভয়
জানি তুমি আছো
আজ আমাদের দিন
চলো ভেসে বেড়াই
উঁচুতে, আরও উঁচুতে
ধরা ছোয়ার সীমানা ছাড়িয়ে
নিরালায়, নিরিবিলিতে
কাটা কাটির ভয় নেই
আছো তুমি, আছি আমি
আর আছে নীলাকাশ